মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে ‘পাখিদের স্বর্গে’ পরিযায়ী রাজহাঁসদের আতিথেয়তা

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২২, ২০২৪ 

news-image

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পশ্চিম আজারবাইজানে ‘পাখির স্বর্গ’ হিসেবে খ্যাত কানি বারাজান আন্তর্জাতিক জলাভূমিতে এক ঝাঁক হুপার রাজহাঁসের দেখা মিলেছে।রাজহাঁসগুলি মূলত দক্ষিণ অঞ্চলে অভিবাসন যাত্রায় রয়েছে। দক্ষিণে পাড়ি দেওয়ার পথে বিশ্রাম এবং খাওয়ানোর জন্য কানি বারাজান জলাভূমিতে অবস্থান করছে। প্রাদেশিক পরিবেশ বিভাগের কর্মকর্তা ফারুক সোলেইমানি এই তথ্য জানান। খবর বার্তা সংস্থা ইরনার।

এছাড়াও, হাজার হাজার অন্যান্য জলজ ও জলাশয়ের পাখি এই জলাভূমিতে বাস করে। এদের মধ্যে রয়েছে কিছু বিপন্ন প্রজাতি যেমন সাদা মাথার হাঁস ও মার্বেল হাঁস এবং অন্যান্য পরিযায়ী পাখি, যেমন: কুট, শোভেলার, ম্যালার্ড, উইজিয়ন, ফ্ল্যামিঙ্গো এবং টেডোরনা।

রাজহাঁস অ্যানাটিডি পরিবারের মধ্যে সিগনাস প্রজাতির পাখি। এরা বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে সুন্দর জলজ পাখি। এরা তৃণভোজী এবং জলজ উদ্ভিদ খায়।

হুপার রাজহাঁসের দৈর্ঘ্য দেড় মিটারের বেশি এবং ওজন ১৫ কেজির বেশি হতে পারে। তাদের ডানার বিস্তার ৩ দশমিক ১ মিটারের বেশি হতে পারে। এরা পানির ধারে বিশাল বাসা তৈরি করে। একটি স্ত্রী রাজহাঁস তিন থেকে আটটি ডিম পাড়ে। সূত্র: তেহরান টাইমস