শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে পরিবেশ-বান্ধব জীবাণুনাশক উৎপাদন

পোস্ট হয়েছে: জুলাই ২৫, ২০২০ 

news-image

ইরানের গবেষকরা প্রাকৃতিক উৎস থেকে পরিবেশ-বান্ধব জীবাণুনাশক উৎপাদন করতে সফল হয়েছেন। করোনা ভাইরাসে স্বাস্থ্য ঝুঁকি ও সিনথেটিক জীবাণুনাশক এর দূষণ ঝুঁকির সমাধানে এই পণ্যটি সাহায্য করবে। সোমবার আইএসএনএ এই খবর দিয়েছে।

অবিপজ্জনক প্রকৃতি ও বায়ো অবক্ষয় গুণাগুণ সম্পন্ন জীবাণুনাশকটি আমির কবির ইউনিভার্সিটি অব টেকনোলজির একদল রসায়নবিদ উৎপাদন করেছেন।

আমির কবির ইউনিভার্সিটির রসায়ন অনুষদের প্রধান মেহরান জাভানবাখত বলেন, দেশে কোভিড-১৯ মহামারি মোকাবেলায় জীবাণুনাশকের চাহিদা নাটকীয়ভাবে বেড়েছে। করোনা ভাইরাসের কারণে বহু মানুষ নিজেদের নিরাপদ রাখতে দৈনিক বেশি বেশি পরিস্কারক এবং জীবাণুনাশক ব্যবহার করছে।

কিন্তু বাজারের প্রচলিত জীবাণুনাশক ত্বক, শরীর, স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। ইরানের পরিবেশ-বান্ধব জীবাণুনাশক ব্যবহারের পর কোনো ধরনের ক্ষতি হবে না বলে জানান জাভানবাখত। সূত্র: তেহরান টাইমস।