শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে পঞ্চম শতাব্দীর গির্জা পুনরুদ্ধার

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১, ২০২০ 

news-image

উত্তরপশ্চিম ইরানের প্রাচীন সেন্ট জন চার্চে কিছু সংস্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গির্জাটি পূর্ব আজারবাইজানের শাবেস্তার শহরের নিকটে সোহরোল গ্রামে অবস্থিত।

পুনরুদ্ধার কার্যক্রমের মধ্যে রয়েছে মূল কাঠামো পুনরায় শক্তিশালীকরণ, ছোট ছোট ফাটল ও ছিদ্রগুলো পূর্ণ করা। সেই সাথে সম্ভাব্য ভূমিধসের হাত থেকে স্থাপনাটি রক্ষায় একটি সুরক্ষা প্রাচীর নির্মাণের কাজ করা হচ্ছে। প্রাদেশিক পর্যটনের উপপ্রধান আলিরেজা কুচি রোববার এই তথ্য জানান।

সোহরাকেহ চার্চ নামে পরিচিত আরমেনীয় ক্যাথলিক গির্জাটি পঞ্চম শতাব্দীতে নির্মাণ করা হয়। তবে ১৮৪০ সালে কাজার যুগে ইরানে নিযুক্ত রুশ জেনারেল স্যামসোন মাকিনতসেভ পুরনো ফাউন্ডেশনের ওপর গির্জাটি পুনর্নির্মাণ করেন। সূত্র; তেহরান টাইমস।