ইরানে ন্যানো প্রযুক্তির মাধ্যমে কর্মসংস্থানের উন্নয়ন
পোস্ট হয়েছে: মে ২৩, ২০২২
ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলির মধ্যে একটি বিশ্ববিদ্যালয় স্নাতকদের বেকারত্ব। তেহরান টাইমসের এক নিবন্ধে বলা হয়, জ্ঞান-ভিত্তিক ন্যানো প্রযুক্তি কোম্পানিগুলির সাহায্যে গুরুতর এই সমস্যা কাটিয়ে উঠতে পারে দেশটি।
অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের প্রক্রিয়ায় বিশেষায়িত এবং শিক্ষিত কর্মীবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই বিবেচনায় প্রশিক্ষণ ব্যয়ের জন্যও বছরে বিপুল পরিমাণ বাজেট ব্যয় করা হয়। এই বিশেষায়িত ও শিক্ষিত কর্মী বাহিনীকে তাদের অধ্যয়ন ক্ষেত্রের সাথে সম্পর্কিত চাকরিতে ব্যবহার না করা হলে একদিকে অর্থ নষ্ট হয় এবং অন্যদিকে সমাজে উত্থান হয় বেকারত্ব এবং অভিবাসনের।
ইরানের ন্যানোটেকনোলজি ইনোভেশন কাউন্সিল বেকারত্ব দূর করতে এবং স্নাতকদের অভিবাসন রোধ করতে এই ক্ষেত্রে জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলির ক্ষমতা ব্যবহার করে কর্মসংস্থান সৃষ্টি করতে কাজ করছে। এজন্য সমবায়, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে সহযোগিতা শুরু করেছে সংস্থাটি। উল্লেখ্য, দেশীয় প্রযুক্তির উপর ভিত্তি করে ইরানের ১৫টিরও বেশি শিল্প ক্ষেত্রে ন্যানোটেক পণ্য উৎপাদন এবং বাজারজাত করা হচ্ছে। বিশ্বের ৪৯টি দেশে এসব ন্যানোপণ্য রপ্তানি করে দেশটি। সূত্র: তেহরান টাইমস।