শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে নির্বাচন, তেহরানে এখন ৪৭৩ বিদেশি সাংবাদিক

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৫, ২০১৬ 

news-image

ইরানে নির্বাচনের  সংবাদ সংগ্রহ করতে গত ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত ২৯টি দেশের ৪৭৩ জন বিদেশি সাংবাদিক তেহরানে পৌঁছেছেন। শুক্রবার ইরানের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির বিদেশি মিডিয়া বিভাগ পরিচালিত হচেছ সংস্কৃতি ও ইসলামী নির্দেশক মন্ত্রণালয়ের অধীনে। এ বিভাগ জানিয়েছে ২৪১টি নিউজ মিডিয়া ছাড়াও ৯৩টি অনাবাসিক গ্রুপ যারা ৮৪টি মিডিয়ার প্রতিনিধিত্ব করে এবং ১৪৮জন বিদেশি মিডিয়ার স্থানীয় প্রতিনিধি ইরানের নির্বাচন সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। এ খবর দিয়েছে মেহের বার্তা সংস্থা।

ইরানের বিভিন্ন স্থানে অনাবাসিক মিডিয়ার ১৭৭ জন প্রতিবেদককে নির্বাচন সম্পর্কে প্রতিবেদন তৈরির জন্যে পাঠানো হয়েছে। যারা ৪৬টি টেলিভিশন ও রেডিও চ্যানেল, ৩২টি সাময়িকী ও ৬টি বার্তা সংস্থা ও ওয়েবসাইটে কাজ করছেন। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন