ইরানে নাসিরুদ্দিন তুসি দিবস পালন
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২২
আজ ২৪ ফেব্রুয়ারি ইরানি দার্শনিক, বিজ্ঞানী ও জ্যোতির্বিদ খাজা নাসিরুদ্দিন তুসির স্মরণে জাতীয় স্মৃতি দিবস পালিত হচ্ছে ইরানে। ফারসি এই গণিতবিদ ইরানের সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানী ও পণ্ডিতদের অন্যতম। তিনি তুসি নামে বিখ্যাত হলেও আসল নাম হলো মুহাম্মদ ইবনে হাসান জাহরুদি তুসি।
বিখ্যাত এই ইরানি দার্শনিক জন্ম নিয়েছিলেন উত্তর-পূর্ব ইরানের তুস শহরে খ্রিস্টীয় ১২০১ সনের ফেব্রুয়ারি মাসে। ১২৭৪ সালে বাগদাদে তিনি মৃত্যুবরণ করেন। তুসির বাবা মুহাম্মদ ইবনে হাসান ছিলেন একজন ধর্মতাত্ত্বিক ও হাদিস-বিশেষজ্ঞ। খাজা তার বাবার কাছেই পবিত্র কুরআন ও ধর্মতত্ত্বসহ নানা শাস্ত্রের প্রাথমিক জ্ঞান অর্জন করেন। আর নিজের চাচা নুরুদ্দিন মুহাম্মদ ইবনে আলির কাছে হাদিস শাস্ত্র পড়েন। এরপর তিনি যুক্তিবিদ্যা ও দর্শন পড়েন এবং ধর্মীয় শিক্ষা ও বিজ্ঞানের প্রচলিত নানা শাখায় ব্যাপক পাণ্ডিত্য অর্জন করেন। তুসি জ্যামিতি, ক্যালকুলাস ও অ্যালজাবরাতেও দক্ষতা অর্জন করেন। সঙ্গীত শাস্ত্রও আয়ত্ত করেছিলেন তিনি। এরপর তিনি যৌবনেই জন্মভূমি ছেড়ে চলে যান নিশাপুরে। খাজা সেখানে গণিত ও জ্যোতির্বিদ্যায়ও পারদর্শী হন। উত্তর-পূর্ব ইরানে অবস্থিত প্রাচীন খোরাসানের অন্যতম প্রধান শহর নিশাপুর ছিল কয়েক শতক ধরে মুসলিম বিশ্বের জন্য জ্ঞান-বিজ্ঞান চর্চার অন্যতম প্রধান কেন্দ্র। সূত্র: মেহর নিউজ এজেন্সি।