ইরানে নারী গেমারদের সংখ্যা ৯৮ লাখ
পোস্ট হয়েছে: মার্চ ২৯, ২০১৯

ইরানের দেশব্যাপী পরিচালিত এক জরিপ বলছে, দেশটিতে বর্তমানে নারী গেমারদের (গেম খেলোয়াড়) সংখ্যা প্রায় ৯৮ লাখ। ইরানে যেখানে ভিডিও গেম খেলোয়াড়দের মোট সংখ্যা ২ কোটি ৮০ লাখ। এই জরিপ মতে, ইরানি গেমারদের ৩৫ শতাংশ নারী। যারা ভিডিও গেম খেলা ও গেমিং ডিভাইসে ব্যয় করেছেন প্রায় ২৬ মিলিয়ন মার্কিন ডলার।
ডিজিটাল গেম গবেষণা কেন্দ্র ডিআইআরইসি ওই জরিপ পরিচালনা করে। ডিরেক ডট আইআর ওয়েবসাইটে প্রকাশিত গবেষণাটি বলছে, গত ফারসি অর্থবছরে (যা শেষ হয় ২০১৮ সালের মার্চ মাসে) ইরানের নারী গেমাররা ভিডিও গেম ও গেমিং ডিভাইসের পেছনে ৯৫৭ বিলিয়ন রিয়াল ব্যয় করেছে। যা মার্কিন মুদ্রায় ২৫ দশমিক ৯ মিলিয়ন ডলার।
পরিসংখ্যানে মার্চ ২০১৭ থেকে মার্চ ২০১৮ সালের ওই অর্থবছরে ১ মার্কিন ডলার সমান ইরানি মুদ্রায় ৩৭ হাজার রিয়াল হিসেবে হিসাব করা হয়। সূত্র: ফিনানসিয়াল ট্রিবিউন।