সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়ে ৭৬০ মেগাওয়াট

পোস্ট হয়েছে: জুলাই ৩০, ২০১৯ 

news-image

ইরানের নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন সক্ষমতা বেড়ে ৭৬০ মেগাওয়াটে পৌঁছেছে। শনিবার ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের নিউজ পোর্টাল পাভেনের উদ্ধৃতি দিয়ে প্রেসটিভির সংবাদে এই তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, চলতি জুলাই পর্যন্ত ইরান জুড়ে মোট ১১৫টি নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র সক্রিয় রয়েছে। এছাড়া নির্মাণাধীন রয়েছে আরও ৩২টি বিদ্যুৎকেন্দ্র, যা জাতীয় পাওয়ার গ্রিডে অতিরিক্ত ৩৮০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ করবে।
 
পাভেনের তথ্যমতে, বর্তমানে দেশব্যাপী নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রগুলোতে  ৪৩ হাজার ৪৫০ জনের কর্মসংস্থান তৈরি হয়েছে। এই খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ ১২৪ ট্রিলিয়ন রিয়াল (২দশমিক ৯৫ বিলিয়ন ডলার) ছাড়িয়েছে। 

ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আগামী পাঁচ বছরের মধ্যে ইরানের নবায়নযোগ্য বিদ্যুৎ সক্ষমতা ৫ হাজার মেগাওয়াটে উত্তীর্ণ করার লক্ষ্যমাত্রা রয়েছে। বর্তমানে ইরানজুড়ে শতাধিক বৃহত্তর পরিসরের নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র সক্রিয় রয়েছে। সূত্র: তেহরান টাইমস।