শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে নবায়নযোগ্য উৎসে ৪.৪ বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন

পোস্ট হয়েছে: নভেম্বর ২৮, ২০১৯ 

news-image

ইরানে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ৪ দশমিক ৪ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা ছাড়িয়েছে। ২০০৯ সালের মাঝামাঝি জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সবুজ জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে নজর দেয়া শুরু করে দেশটি। যার ফলে এই অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে ইরান। দেশটির জ্বালানি মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এই চিত্র দেখা গেছে।

২০০৯ সালের জুলাই থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত উল্লিখিত পরিমাণ স্বচ্ছ জ্বালানি উৎপাদন হয় ইরানে। ফলে জীবাশ্ম জ্বালানি খরচের পরিমাণ কমেছে ১ দশমিক ২৫ বিলিয়ন কিউবিক মিটার। এতে করে ৯৬৯ মিলিয়ন লিটার পানি সাশ্রয় হয়েছে। এছাড়া বিগত নয় বছরে স্বচ্ছ জ্বালানি উৎপাদন বাড়ানোয় ৩ মিলিয়ন টন গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমেছে মধ্যপ্রাচ্যের দেশটিতে।

ইরানে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ দিন দিনই জনপ্রিয় হচ্ছে। দেশটিতে বছরজুড়ে ৩শ দিন সূর্যের দেখা মেলে। ফলে সৌর বিদ্যুৎ উৎপাদন ও বিদেশি বিনিয়োগ আকৃষ্টের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

ইরানের বিদ্যুৎ চাহিদার ৮০ ভাগের বেশি পূরণ করে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো। জীবাশ্ম জ্বালানি থেকে উৎপাদিত এই বিদ্যুতের পরিমাণ ৮২ হাজার মেগাওয়াট। আর নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত হয় মাত্র ৬৮০ মেগাওয়াট। যার ৪২ ভাগ আসে সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে, ৪১ শতাংশ বায়ু বিদ্যু কেন্দ্র থেকে আর ১৩ শতাংশ আসে পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।