ইরানে নতুন বাজেট দিলেন প্রেসিডেন্ট রুহানি
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৬, ২০১৬

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আগামী ফারসি অর্থবছরের জন্যে নতুন বাজেট পার্লামেন্টে উপস্থাপন করেছেন গত রোববার। আগামী অর্থবছরের এ বাজেটে রাজস্ব আদায়ের অন্যতম উৎস ধরা হয়েছে কর ও তেল রফতানি বাবদ। ডলারের বিপরীতে রিয়ালের অবমূল্যায়ন হলেও আগামী অর্থবছরে এ পরিস্থিতির উন্নতি হবে বলে বাজেটে দিক নির্দেশনা দেয়া আছে।
ইরানের আগামী অর্থবছরের বাজেটের আকার হচ্ছে ৩ হাজার ৭১১ ট্রিলিয়ন রিয়াল, যা গত বছরের চেয়ে ১০ দশমিক ৬ ভাগ বেশি। সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও লাভজনক প্রতিষ্ঠানগুলোর বড় ধরনের প্রভাব রয়েছে আগামী বাজেটে। বাজেটে কর থেকে আয় বৃদ্ধি ধরা হয়েছে ১ হাজার ১৩০ ট্রিলিয়ন রিয়াল। গত বছর এর পরিমাণ ছিল ১ হাজার ১০ ট্রিলিয়ন রিয়াল। এবারের বাজেটে বিনিয়োগের আশা করা হচ্ছে ৬২০ ট্রিলিয়ন রিয়ালের। বিশেষ করে লাভজনক বিনিয়োগে সরকার আরো আর্থিক অবদান রাখবে।
প্রস্তাবিত নতুন বাজেটে তেল ও অন্যান্য জালানি পণ্য রফতানি বাবদ আয় ধরা হয়েছে ১ হাজার ১শ’ ট্রিলিয়ন রিয়াল। সূত্র:ফিন্যান্সিয়াল ট্রিবিউন