ইরানে নতুন তিন স্মার্ট বোমার উম্মোচন
পোস্ট হয়েছে: আগস্ট ৭, ২০১৯

অত্যাধুনিক প্রযুক্তির নতুন তিনটি স্মার্ট বোমা উম্মোচন করলো ইরান। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির এক অনুষ্ঠানে বোমাগুলো উম্মোচন করা হয়। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার মাধ্যম আইআরআইবির ওয়েবসাইটে এই খবর দেওয়া হয়।
পারস্য উপসাগরে আমেরিকা ও ব্রিটেনের সাথে ইরানের চলমান উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট বোমাগুলো উম্মোচন করা হলো।
তেহরানের উম্মেচিত আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য নতুন ক্ষেপণাস্ত্রগুলো ‘ইয়াসিন’ ও ‘বালাবান’ বলে অভিহিত করা হয়। আর তৃতীয়টি ‘কায়েম’ ক্ষেপণাস্ত্রের নতুন সিরিজ। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সা ইরান (ইরান ইলেক্ট্রনিক্স ইন্ডাস্ট্রিজ) যৌখভাবে স্মার্ট বোমা তিনটি তৈরি করেছে।
মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইয়াসিন মিসাইল ৫০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা যায়। চালকযুক্ত অথবা মনুষ্যহীন উভয় আকাশ যান থেকেই এটি ছোড়া যায়। সূত্র: তেহরান টাইমস।