বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে নজরকাড়া ওয়াটার পার্ক

পোস্ট হয়েছে: আগস্ট ১১, ২০১৬ 

news-image
ইরানের নাগরিক ছাড়াও বিদেশি পর্যটকদের নজর কাড়তে একাধিক নিত্য নতুন ধরনের ওয়াটার পার্ক চালু হচ্ছে। সর্বশেষ ওয়াটার পার্ক চালু হয়েছে ধর্মীয় নগরী কোমে। আধুনিক বিনোদন ব্যবস্থা ছাড়াও সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এসব ওয়াটার পার্কে। ইরানের পৌর সরকার এধরনের বিনোদন কেন্দ্রে সবাইকে বিনোদন পেতে যোগ দেয়ার আহবান জানিয়েছে। বিশেষ করে শিশু ও  তরুণদের কাছে ওয়াটার পার্কগুলো হবে অত্যন্ত আকর্ষণীয়। গরমে প্রশান্তি এনে দেবে এসব আয়োজন।
4bk861e0a04c46bj97_800C450 (1)
 
ওয়াটার পার্কগুলোতে বিভিন্ন রংয়ের ব্যবহার নজর কাড়ে সহজেই। সাঁতার কাটা ছাড়াও বিভিন্ন ওয়াটার রাইড বেশ রোমাঞ্চকর। রয়েছে ঝরনা। সুইমিং পুল ছাড়াও খাবারের আয়োজন আছে। ধীর কিংবা দ্রুত গতির রাইড রাখা হয়েছে। এধরনের ওয়াটার পার্কে নারীরা অংশগ্রহণ করতে পারবেন ভিন্ন স্থানে যা তাদের জন্যে সংরক্ষিত। ইসলামী বিধি মেনে এব্যবস্থা করা হয়েছে। মাশহাদ শহরে ওয়াটার ওয়েভস ল্যান্ড নামে একটি ওয়াটার পার্কে প্রাপ্ত বয়স্কদের জন্যে প্রবেশ মূল্য ধরা হয়েছে ১৭ মার্কিন ডলার। এটি মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ওয়াটার পার্ক।
4bk8d21c1833fcbj9y_800C450
 
মাশহাদ শহরেই আরেকটি ওয়াটার পার্ক হচ্ছে আফতাব কোস্ট পার্ক। এটি এ শহরের দ্বিতীয় বৃহত্তম ওয়াটার পার্ক। চার হাজার বর্গফুট এলাকায় ১৫ হাজার বর্গফুটের অবকাঠামো স্থাপন করা হয়েছে। সাত তলার একটি কমপ্লেক্স রয়েছে। এ কমপ্লেক্সের একেকটি তলায় ভিন্ন ধরনের আয়োজনের ব্যবস্থা রয়েছে। স্পিড স্লাইস ছাড়াও রয়েছে ১৮ মিটার উঁচু ওয়াটারফল। পাশাপাশি জোড়াস্লাইড রয়েছে। স্পেস হোল ছাড়াও রয়েছে খোলা স্লাইডশরীর চর্চা ছাড়াও বালির স্টীম বাথ সহ বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে। 
4bk859891734e1bj9v_800C450
 
খুজেস্তান প্রদেশের আহভাজ ওয়াটার পার্কটির আয়তন হচ্ছে ১০ হাজার বর্গমিটার। সুইমিং পুলস্কেটিং রিংরেস্টুরেন্টকফি শপ,পার্কিং ব্যবস্থায় আপনি দিনভর কাটিয়ে দিলেও বিনোদনের কোনো কমতি হবে না। সূত্র: রিয়াল ইরান অনলাইন
4bk859708291bbbj9p_800C450
33
11-1024x765
4bk89eda745383bj8v_800C450 (1)
4bk8a7868f899ebj8p_800C450
4bk88f9801c08abj9g_800C450
4bk8edd86092c4bj9j_800C450
4bk8880a2cabc7bj9s_800C450