ইরানে নজরকাড়া ওয়াটার পার্ক
পোস্ট হয়েছে: আগস্ট ১১, ২০১৬

ইরানের নাগরিক ছাড়াও বিদেশি পর্যটকদের নজর কাড়তে একাধিক নিত্য নতুন ধরনের ওয়াটার পার্ক চালু হচ্ছে। সর্বশেষ ওয়াটার পার্ক চালু হয়েছে ধর্মীয় নগরী কোমে। আধুনিক বিনোদন ব্যবস্থা ছাড়াও সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এসব ওয়াটার পার্কে। ইরানের পৌর সরকার এধরনের বিনোদন কেন্দ্রে সবাইকে বিনোদন পেতে যোগ দেয়ার আহবান জানিয়েছে। বিশেষ করে শিশু ও তরুণদের কাছে ওয়াটার পার্কগুলো হবে অত্যন্ত আকর্ষণীয়। গরমে প্রশান্তি এনে দেবে এসব আয়োজন।
ওয়াটার পার্কগুলোতে বিভিন্ন রংয়ের ব্যবহার নজর কাড়ে সহজেই। সাঁতার কাটা ছাড়াও বিভিন্ন ওয়াটার রাইড বেশ রোমাঞ্চকর। রয়েছে ঝরনা। সুইমিং পুল ছাড়াও খাবারের আয়োজন আছে। ধীর কিংবা দ্রুত গতির রাইড রাখা হয়েছে। এধরনের ওয়াটার পার্কে নারীরা অংশগ্রহণ করতে পারবেন ভিন্ন স্থানে যা তাদের জন্যে সংরক্ষিত। ইসলামী বিধি মেনে এব্যবস্থা করা হয়েছে। মাশহাদ শহরে ওয়াটার ওয়েভস ল্যান্ড নামে একটি ওয়াটার পার্কে প্রাপ্ত বয়স্কদের জন্যে প্রবেশ মূল্য ধরা হয়েছে ১৭ মার্কিন ডলার। এটি মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ওয়াটার পার্ক।
মাশহাদ শহরেই আরেকটি ওয়াটার পার্ক হচ্ছে আফতাব কোস্ট পার্ক। এটি এ শহরের দ্বিতীয় বৃহত্তম ওয়াটার পার্ক। চার হাজার বর্গফুট এলাকায় ১৫ হাজার বর্গফুটের অবকাঠামো স্থাপন করা হয়েছে। সাত তলার একটি কমপ্লেক্স রয়েছে। এ কমপ্লেক্সের একেকটি তলায় ভিন্ন ধরনের আয়োজনের ব্যবস্থা রয়েছে। স্পিড স্লাইস ছাড়াও রয়েছে ১৮ মিটার উঁচু ওয়াটারফল। পাশাপাশি জোড়াস্লাইড রয়েছে। স্পেস হোল ছাড়াও রয়েছে খোলা স্লাইড, শরীর চর্চা ছাড়াও বালির স্টীম বাথ সহ বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে।
খুজেস্তান প্রদেশের আহভাজ ওয়াটার পার্কটির আয়তন হচ্ছে ১০ হাজার বর্গমিটার। সুইমিং পুল, স্কেটিং রিং, রেস্টুরেন্ট, কফি শপ,পার্কিং ব্যবস্থায় আপনি দিনভর কাটিয়ে দিলেও বিনোদনের কোনো কমতি হবে না। সূত্র: রিয়াল ইরান অনলাইন