ইরানে দেড় হাজার শিক্ষা ও কল্যাণমূলক প্রকল্প উদ্বোধন করা হবে
পোস্ট হয়েছে: নভেম্বর ১২, ২০২০

ইরানে দেশব্যাপী একযোগে উদ্বোধন করা হবে ১ হাজার ৫৫০টি শিক্ষা, প্রশিক্ষণ ও কল্যাণমূলক প্রকল্প। বৃহ্স্পতিবার দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। বুধবার আইএসএনএ এই খবর দিয়েছে।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৮ হাজার ৫১টি শ্রেণিকক্ষের ১ হাজার ৪২২টি শিক্ষা প্রতিষ্ঠান, ১২৪টি প্রশিক্ষণ কেন্দ্র ও ৪টি কল্যাণমূলক কেন্দ্র। মোট ১১ লাখ বর্গ মিটার জায়গার উপর এগুলো নির্মিত হবে।
প্রতিবেদনে বলা হয়, প্রকল্পগুলোর জন্য ৩৬০ ট্রিলিয়ন রিয়াল (প্রায় সাড়ে আট বিলিয়ন মার্কিন ডলার) ব্যয় হয়েছে। এই তহবিলের প্রায় সত্তর ভাগ সরবরাহ করবে বিদ্যালয় সংস্কার সংস্থা। আর বাকি তহবিল দেবে বিদ্যালয় ভবনের উপকারভোগীরা। সূত্র: তেহরান টাইমস।