ইরানে দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন ফ্লাইট সিমুলেটর উন্মোচন
পোস্ট হয়েছে: এপ্রিল ২৭, ২০২৩
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2023/04/3818479.jpg)
ইরানের সেনাবাহিনী প্রথমবারের মতো ড্রোন ওড়ানোর প্রশিক্ষণের জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি সিমুলেটর উন্মোচন করেছে। বুধবার ইরানের সেনাবাহিনীর হযরত ওয়ালি আসর (আ.)এর ইউএভি ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমারস হেইদারির উপস্থিতিতে এ সিমুলেটর উন্মোচন করা হয়। সেনা কমান্ডার এবং ড্রোন বিশেষজ্ঞদের উপস্থিতিতে অনুষ্ঠানে জেনারেল হেইদারি বলেন, ‘‘প্রতিরক্ষা শক্তির উন্নয়নে ড্রোন আজ গুরুত্বপূর্ণ ভূমিকা করছে এবং এটি একটি অত্যন্ত মূল্যবান শিল্প।”
ইরানের সেনাবাহিনী ড্রোন তৈরির ক্ষেত্রে একটি সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে উল্লেখ করে তিনি বলেন, সীমান্তে মোতায়েন স্থল বাহিনীর সদস্যরা দেশের সমস্ত সীমানা ড্রোন দিয়ে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে থাকে ।” মেহর নিউজ।