বৃহস্পতিবার, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে দেশব্যাপী ২হাজার ৯শতাধিক শিক্ষামূলক প্রকল্প উদ্বোধন

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১০, ২০২২ 

news-image

ইরানে সারা দেশে প্রায় ২ হাজার ৯৫০টি শিক্ষামূলক প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের উপস্থিতিতে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলো উদ্বোধন করা হয়। মঙ্গলবার আইআরআইবি এই খবর জানিয়েছে।শিক্ষামূলক প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সারা দেশে দাতব্য সংস্থার অংশগ্রহণে ১৩ হাজার ৪৫০টি শ্রেণিকক্ষ নির্মাণ। এসব প্রকল্প চালু হলে দেশের শিক্ষাক্ষেত্রে আরও ২০ লাখ বর্গমিটারের বেশি জায়গা যুক্ত হবে।১০০ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ৩৭০ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগে দেশের বঞ্চিত এবং সুবিধাবঞ্চিত এলাকার উপর বিশেষ মনোযোগ দিয়ে ৩১টি প্রদেশে শিক্ষা প্রকল্পগুলো চালু করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।