শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে দেশব্যাপী চালু হচ্ছে স্মার্ট স্কুল নেটওয়ার্ক প্লান

পোস্ট হয়েছে: অক্টোবর ৭, ২০২০ 

news-image

ইরানে ৭৬ হাজার স্কুলকে সংযুক্ত করে দেশব্যাপী চালু হচ্ছে স্মার্ট স্কুল নেটওয়ার্ক প্লান। সোমবার আনুষ্ঠানিকভাবে এই প্লান উদ্বোধন করা হবে।

পল্লি ও শহরের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাগত ব্যবধান কমাতে যোগাযোগের ন্যায্যতা প্রতিষ্ঠায় স্মার্ট স্কুল নেটওয়ার্ক প্লানের প্রথম ধাপ চালু করা হবে। এই খবর দিয়েছে তেহরান টাইমস।

পরিকল্পান মতে, শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করবে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণলায়। পরিকল্পনার আওতায় শহর ও গ্রামের সব শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠ্যপুস্তক, শিক্ষাগত সামগ্রী (হার্ডওয়্যার ও সফটওয়্যার), পরীক্ষা এবং একাডেমিক পরামর্শ, শিক্ষামূলক কম্পিউটার গেম, প্রবণতা মূল্যায়ন, প্রযুক্তিগত এবং সামাজিক দক্ষতা সেবা প্রদান করা হবে। শহরগুলোতে ২০ হাজারের কম জনসংখ্যার একটি অঞ্চল এই সুবিধা পাবে।

শিগগিরই দেশবাপী সব স্কুলকে স্মার্ট নেটওয়ার্ক সিস্টেমের আওতায় নিয়ে আসা হবে। সূত্র: তেহরান টাইমস।