শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে দেখা মিলল বিরল প্রজাতির পাখি

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩১, ২০১৮ 

news-image

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের কোনারাকে দেখা মিলল বিরল প্রজাতির কালো সারস পাখির। বন, বন্য পশু-পাখি ও পার্ক সংরক্ষণ বাহিনী পার্ক রেঞ্জার্স বিরল প্রজাতির এই পাখির সন্ধান পেয়েছে। 

ইরানের পরিবেশ অধিদপ্তরের আঞ্চলিক অফিসের প্রধান হাসান জাতি কেইখা জানান, প্রদেশের দক্ষিণে ওমান সাগর উপকূলের নিকটে ক্যামেরায় বিরল প্রজাতির পাখিটি ধরা পড়েছে।

এই কর্মকর্তার তথ্যমতে, শীত মৌসুমে উপকূলবর্তী এলাকাটি বিভিন্ন উদ্ভিদ বিশেষত জলজ উদ্ভিদে ছেয়ে যায় এবং এসময় হালকা আবহাওয়া বিরাজ করে। যার ফলে অভিবাসী পাখিদের জন্য একটি আদর্শিক জায়গাতে পরিণত হয়েছে অঞ্চলটি। শীতকালে দক্ষিণাঞ্চলীয় উপকূলে প্রতিবছর বিভিন্ন প্রজাতির বহু অভিবাসী পাখির আগমন ঘটে বলে জানান তিনি। 

এই অঞ্চলে প্রথমবারের মতো কালো সারস পাখির দেখা মিলল বলে জানান পরিবেশ অধিদপ্তরের আঞ্চলিক অফিসের এই কর্মকর্তা।

উল্লেখ্য, পৃথিবীর সবচেয়ে বিরল প্রজাতির পাখির মধ্যে কালো সারস অন্যতম। এটি অতি দূরপাল্লার উড়ালে পাখি হিসেবে পরিচিত। ভারতীয় বংশজাত পাখিটি জলাভূমির ওপর নির্ভরশীল। ভারত ছাড়া অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মিয়ানমার, নেপাল, পাপুয়া নিউ গিনি এবং শ্রীলঙ্কায় এটি বসবাস করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।