বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে দাতব্য সংস্থায় কর্মসংস্থান তৈরিতে নারীদের অবদান ৪২ ভাগ

পোস্ট হয়েছে: আগস্ট ৪, ২০২২ 

news-image

ইরানের বারেকাত চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে কর্মসংস্থান তৈরির পরিকল্পনায় নারী উদ্যোক্তাদের প্রায় ৪২ শতাংশ অবদান রয়েছে। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ তোরকামানেহ বুধবার এই তথ্য জানিয়েছেন।তিনি বলেন, বারেকাত ফাউন্ডেশনে কর্মসংস্থান তৈরির পরিকল্পনা বাস্তবায়নে পরিবারের একমাত্র উপার্জনক্ষম নারী এবং দুর্বল নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। খবর বার্তা সংস্থা ইরনার।তোরকামানেহ আরও জানান, আজ অবধি দেশের স্বল্পোন্নত এলাকায় ২ লাখ ৩ হাজারটি কর্মসংস্থান তৈরির পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৬ লাখ ১০ হাজার ব্যক্তির কর্মসংস্থান সৃষ্টি করেছে। এতে ৪২ শতাংশ মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে নারী উদ্যোক্তাদের অবদান রয়েছে। সূত্র: তেহরান টাইমস।