ইরানে ‘দশ প্রভাতে’ ৪৪০টি শিল্প প্রকল্প উদ্বোধন
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১০, ২০২৩

ইসলামি বিপ্লবের ৪৪তম বার্ষিকী উপলক্ষে দশ প্রভাতে (১ থেকে ১১ ফেব্রুয়ারি) প্রায় ৪৪০টি শিল্প প্রকল্প চালু হচ্ছে ইরানের। দেশটির শিল্প, খনি এবং বাণিজ্য উপমন্ত্রী মেহেদি বারাদারান এই ঘোষণা দিয়েছেন।
বারদারানের তথ্যমতে, ১০ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ২৫ দশমিকি ২ মিলিয়ন ডলার) মূল্যের উল্লিখিত প্রকল্পগুলির মধ্যে সাতটি খুজেস্তান প্রদেশে উদ্বোধন হতে চলেছে। এই প্রকল্পগুলোতে প্রদেশের ৬শ জনেরও বেশি লোকের জন্য সরাসরি কাজের সুযোগ তৈরি করবে। খবর আইআরআইবির৷ ইরান স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্কস অর্গানাইজেশনের (আইএসআইপিও) প্রধানের ঘোষণা অনুযায়ী, চলতি ইরানি ক্যালেন্ডার বছরের শুরু থেকে (২১ মার্চ ২০২২) দেশের শিল্প এস্টেট এবং অঞ্চলগুলিতে ১ হাজার ১৯১টি নিষ্ক্রিয় উৎপাদন ইউনিট পুনরুজ্জীবিত করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।