রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে দত্তক আইন সহজ হচ্ছে

পোস্ট হয়েছে: আগস্ট ১৪, ২০১৬ 

news-image
ইরানের দি স্টেট ওয়েলফেয়ার অর্গানাইজেশন দত্তক নেয়ার জন্যে বিদ্যমান আইন আরো সহজ করছে। এজন্যে ৪৪ বছরের পুরোনো এ আইন সংস্কার করা হবে। ফার্স নিউজকে বিষয়টি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা হাবিবোল্লাহ মাসোদি-ফরিদ। নতুন আইন অনুসারে ষোল বছরের ছেলে মেয়েকে দত্তক নেয়া যাবে। এর আগে এধরনের শিশু দত্তক নেয়ার জন্যে বয়স সীমা নির্ধারিত ছিল ১২ বছর।
 
এছাড়া যাদের সন্তান নেই এমন পরিবার ছাড়াও যাদের একটি সন্তান রয়েছে বা একা থাকেন এমন নারীও শিশুদের দত্তক নিতে পারবেন। একই সঙ্গে শুধু এতিম খানা নয় বিপর্যস্ত কোনো পরিবারের শিশুকে দত্তক নেয়া যাবে। তবে আদালত শিশু দত্তক নেয়ার ক্ষেত্রে কোনো পরিবারের আর্থিক সঙ্গতি যথেষ্ট রয়েছে কি না তা বিবেচনা করে দেখবে।
 
১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের আগে ইরানে এতিমখানাগুলোতে ১২ হাজার শিশু ছিল। এছাড়া আশ্রয় কেন্দ্রগুলোতে ৯ হাজার ৮শ’ শিশুকে দেখাশোনা করা হত। এখন দুই মাসের মধ্যে কোনো অভিভাবক ইচ্ছে করলে শিশু দত্তক নেয়ার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। তবে দত্তক নেয়ার ক্ষেত্রে ইরানের অভিভাবকরা ছেলে শিশুদের চাইতে মেয়েদের নিতে অধিক আগ্রহী। সূত্র: তেহরান টাইমস