শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে তৈরি হলো মধ্যপ্রাচের সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ

পোস্ট হয়েছে: আগস্ট ১, ২০২১ 

news-image

মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ উদ্বোধন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ‘আলবুর্জ টানেল’ নামে এই প্রকল্প বাস্তবায়ন করতে ইরান সরকার ১৬ কোটি ডলার ব্যয় করেছে।

গত (বৃহস্পতিবার) ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সুড়ঙ্গ পথের উদ্বোধন করেন। সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পথ আলবুর্জ পর্বতমালার উত্তরাঞ্চলে নির্মাণ করা হয়েছে। রাজধানী তেহরান থেকে কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী শহরগুলোতে কম খরচে এবং সহজে যাতে ভ্রমণ করা যায় সেই লক্ষ্য নিয়ে এই দীর্ঘ সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছে। পার্সটুডে