বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে তৈরি ডেস্ট্রয়ার ‘দিনা’ নৌ মিশনের জন্য প্রস্তুত  

পোস্ট হয়েছে: আগস্ট ১২, ২০২১ 

news-image

ইরানের সেনাবাহিনীর নৌ কমাণ্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি বলেছেন, দেশীয়ভাবে নির্মিত দিনা’ ডেস্ট্রয়ার নৌবাহিনী অভিযান পরিচালনার জন্য প্রস্তুত।  খুব শীঘ্রই ডেস্ট্রয়ারটি ইরান নৌবাহিনীর তৃতীয় ন্যাভাল জোনের নৌবহরের সঙ্গে যুক্ত হচ্ছে। এতে দেশটির সেনাবাহিনীর নৌ বহরের শক্তি আরো বৃদ্ধি পাবে।  

মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলের একটি নৌ ঘাঁটি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে এধরনের যুদ্ধজাহাজ এখন ইরানেই তৈরি হচ্ছে উল্লেখ করে অ্যাডমিরাল খানজাদি বলেনআন্তর্জাতিক জলসীমায় ইরান সেনাবাহিনীর কৌশলগত নৌবহরের উপস্থিতিইরানের পতাকা উত্তোলনের পাশাপাশি স্বার্থ রক্ষার জন্য সমুদ্র সীমা ও এর নিরাপত্তা নিশ্চিত করাআন্তর্জাতিক অঙ্গনে দেশটির সরব উপস্থিতি ও গর্বের বহিপ্রকাশ হিসেবে ডেস্ট্রয়ারটি প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। কমান্ডার আন্তর্জাতিক জলসীমায় ইরানের উপস্থিতি জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন, ডেস্ট্রয়ারটি দেশীয় প্রকৌশলীরা নির্মাণ করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সামরিক সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং আগামী প্রজন্ম শান্তির মূলমন্ত্রের সাথে সামুদ্রিক সভ্যতার বিকাশ যাতে নিশ্চিত করতে পারে সেজন্য এধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানান খানজাদি। মেহর নিউজ।