ইরানে টেলিকম সিম্পোজিয়াম সেপ্টেম্বরে
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২০

ইরানে চলতি বছরের ১৬ থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টেলিযোগাযোগের ওপর দশম আন্তর্জাতিক সিম্পোজিয়াম (স্মার্ট কমিউনিকেশন ফর অ্যা বেটার লাইফ)। যা আইএসটি২০২০ হিসেবেও পরিচিত।
খবরে বলা হয়, আইএসটি২০২০ তে কোয়ান্টাম যোগাযোগ, স্যাটেলাইট ও মহাকাশ যোগাযোগ, যোগাযোগের জন্য সংকেত প্রক্রিয়াকরণ, সক্রিয় নেটওয়ার্ক, নেটওয়ার্কে প্রবেশাধিকার এবং পাওয়ার লাইন কমিউনিকেশনের ওপর গুরুত্ব দেওয়া হবে।
ইরানের আইসিটি মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইরান টেলিকম রিসার্চ সেন্টার (আইটিআরসি) এর আয়োজনে দ্বিবার্ষিক এই সিম্পোজিয়ামে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সম্প্রদায়ের শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা উদীয়মান প্রযুক্তিতে সর্বশেষ অর্জনাবলি নিয়ে একে অপরের সাথে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান।
সিম্পোজিয়ামে বিশ্বখ্যাত বক্তারা কী-নোট উপস্থাপন করবেন। এছাড়া এতে থাকছে সংশ্লিষ্ট বিষয়েও ওপর নিবন্ধ উপস্থাপন, প্যানেল আলোচনা ও বিশেষ সভা। সূত্র: মেহর নিউজ এজেন্সি।