শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে টায়ার উৎপাদন বেড়েছে ২৭ শতাংশ

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২০ 

news-image

ইরানে চলতি ফারসি বছরের প্রথম পাঁচ মাসে (২০ মার্চ থেকে ২১ আগস্ট) টায়ার উৎপাদন বেড়েছে ২৭ শতাংশ। আগের ইরানি বছরের একই সময়ের তুলনায় এই উৎপাদন বেড়েছে।

ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এর প্রতিবেদন মতে, এবছরের প্রথম পাঁচ মাসে ১ লাখ ১৫ হাজার ৯৮৩ টন টায়ার উৎপাদন হয়েছে দেশটিতে। এরমধ্যে যাত্রীবাহী গাড়ির টায়ার উৎপাদন হয়েছে ৬২ হাজার ৯৬৮ টন। এই ধরনের টায়ারের উৎপাদন বেড়েছে ২৮ শতাংশ।

চলতি বছরের প্রথম পাঁচ মাসে ভ্যান টায়ার উৎপাদন হয়েছে ৯ হাজার ২৬৮ টন। যার উৎপাদন বেড়েছে ১৩ শতাংশ। এই সময়ে বাসের টায়ার উৎপাদন হয়েছে ২১ হাজার ২৩৭ টন। এই ধরনের টায়ারের উৎপাদন বেড়েছে ১০ শতাংশ। সূত্র: তেহরান টাইমস।