রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে জ্বালানি প্রদর্শনীতে অংশ নিচ্ছে ১৭ শ’র বেশি প্রতিষ্ঠান

পোস্ট হয়েছে: মে ৩, ২০১৬ 

news-image
ইরানে ২১তম আন্তর্জাতিক জ্বালানি প্রদর্শনীতে ১৭৮৭টি প্রতিষ্ঠান অংশ নিতে যাচ্ছে। এর মধ্যে ৯৯৬টি প্রতিষ্ঠান ইরানের ও ৬৩৪টি প্রতিষ্ঠান বিভিন্ন দেশ থেকে আসছে। এই প্রদর্শনী শুরু হবে আগামী ৫ মে থেকে। চলবে ৮ মে পর্যন্ত। প্রদর্শনীতে গ্যাসরিফাইনিং ও পেট্রোকেমিক্যাল প্রতিষ্ঠানগুলো অংশ নেবে। ইরানের জাতীয় তেল কোম্পানির জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ নাসেরি জানিয়েছেনআন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানগুলো এবারের প্রদর্শনীতে অংশ নিচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা ইরনা।
মোহাম্মদ নাসেরি বলেনইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহারের পর উল্লেখযোগ্য হারে বিদেশি প্রতিষ্ঠানগুলো এ খাতে আগ্রহ দেখাচ্ছে। চীনদক্ষিণ কোরিয়াতুরস্কজার্মানিস্পেনইতালিফ্রান্সঅস্ট্রিয়া ও ফিনল্যান্ড এ প্রদর্শনীতে বিশেষ স্টল করবে।
 
গত ৯ ফেব্রুয়ারি ইরানের তেল মন্ত্রী বিজান নামদর জঙ্গানেহ জানানইরান তার জ্বালানি খাতে অন্তত ২০০ বিলিয়ন বিনিয়োগ প্রত্যাশা করছে। এজন্য বিদেশি বিনিয়োগ  প্রয়োজন বলেও জানান তিনি ।
সূত্র: তেহরান টাইমস