বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে জ্বালানি তেলের রিজার্ভ আরও বাড়লো; যুক্ত হলো ৭৪ কোটি ব্যারেল

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৭, ২০২১ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জ্বালানি তেলের রিজার্ভ আরও বেড়েছে। ‘নাফ্‌তে ফালাতে কা’রেয়ে ইরান’ কোম্পানির কারিগরি বিভাগের পরিচালক আলী খাজুয়ি বলেছেন, পারস্য উপসাগরের পানি সীমায় অবস্থিত চারটি তেল খনিতে নতুন রিজার্ভ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এর ফলে ইরানের তেল রিজার্ভে ৭৪ কোটি ব্যারেল যুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, নতুন যে পরিমাণ তেলের সন্ধান পাওয়া গেছে তা বর্তমান প্রযুক্তির সাহায্যেই উত্তোলন করা সম্ভব। আলী খাজুয়ি বলেন, তেল উত্তোলনের জন্য খননকাজ সম্পন্ন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল খনি থেকে ভিন্ন কৌশলের মাধ্যমে অতিরিক্ত ৩৫০ কোটি ব্যারেল তেল উত্তোলন করা হবে।

তিনি বলেছেন, ইরাক সীমান্তে অবস্থিত আজাদেগান তেলক্ষেত্র থেকে ‘এনহান্সড রিকভারি রেট’ পদ্ধতিতে এই বাড়তি তেল উত্তোলন করা হবে। বাড়তি তেল উৎপাদন করা সম্ভব হলে ওই খনিতে তেলের উৎপাদন বেড়ে শতকরা দশভাগে দাঁড়াবে। বর্তমানে খনিতে শতকরা ৫ থেকে ৬ ভাগ তেল উত্তোলন করা হয়।পার্সটুডে