শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে জার্মান যুব দম্পতির ইসলাম গ্রহণ

পোস্ট হয়েছে: জুন ২৭, ২০১৭ 

news-image

সম্প্রতি এক জার্মান যুব-দম্পতি ইরানের ধর্মীয় নগরী কোমে একজন প্রখ্যাত আলেমের উপস্থিতিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ওই জার্মান দম্পতি আয়াতুল্লাহ আলাভি গোরগানির বাড়িতে এসে তার উপস্থিতিতে কলেমায়ে শাহাদাতাইন পড়ে মুসলমান হন। তারা মুসলমান হওয়ার পর তাদের নাম রেখেছেন রেজা ও ফাতিমা। আয়াতুল্লাহ আলাভি গোরগানি তাদের কল্যাণ কামনা করে নানা উপদেশ দেন এবং তাদের চৃড়ান্ত ও সার্বিক সাফল্য চেয়ে মহান আল্লাহর কাছে মুনাজাত করেন।

জার্মান নও-মুসলিম এই দম্পতি ইরানের পবিত্র মাশহাদ শহরে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা)’র পবিত্র আহলে বাইতের সদস্য হযরত ইমাম রেজা (আ)’র মাজার শরিফ জিয়ারত করেছেন। তারা মুসলমানদের মধ্যে বিশ্বনবীর (সা) আহলে বাইতের অভিভাবকত্বের নীতিতে বিশ্বাসী মাজহাব তথা শিয়া মুসলিম মাজহাব গ্রহণ করেন। – পার্সটুডে।