ইরানে জাতীয় সিরাজ দিবস পালিত
পোস্ট হয়েছে: মে ৫, ২০২০

ইরানের দুই মহাকবি সাদি ও হাফিজের স্মরণে দেশটিতে পালিত হলো জাতীয় শিরাজ দিবস। ফারসি সাহিত্যের এই দুই মহানায়কের জন্মস্থান ফার্স প্রদেশের রাজধানী সিরাজ শহরে দিবসটি উপলক্ষ্যে প্রতি বছরই কবিপ্রেমীদের ভিড় জমে। তবে এবার করোনাভাইরাস মহামারির কারণে মূলত অনলাইনে নানা কর্মসূচির মধ্য দিয়ে শিরাজ দিবস উদযাপন করা হয়। পারস্য সংস্কৃতি, ইতিহাস ও সাহিত্যপ্রেমীরা এই কর্মসূচিতে অংশ নেন।
পারস্য ইতিহাস, সংস্কৃতি ও সাহিত্যের প্রতীক জাতীয় শিরাজ দিবস পালন করা হয় ফারসি বছরের ১৫ অরদিবেহেশত। সে হিসেবে দিবসটি এবার চার মে পড়ে।
দুই মহাকবির জন্মস্থান শিরাজ শহরে রয়েছে ইরাম গার্ডেন, আফিফ-আবাদ গার্ডেন, হাফিজের সমাধি, সা’দীর সমাধি, আতিগের জামে মসজিদ এবং পার্সেপোলিস। শিরাজের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও প্রাচীন এসব স্থাপনা দেশী ও বিদেশী পর্যটকদের কাছে পছন্দের দর্শনীয় স্থান। দিবসটিতে শিরাজের নানা বাগানে, মাজার, বাজার ও মসজিদে মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। সূত্র: তেহরান টাইমস।