ইরানে চালু হল নতুন চ্যানেল আইফিল্ম-২
পোস্ট হয়েছে: মার্চ ১৮, ২০১৮

‘আইফিল্ম-২’ নামে ইরানে নতুন একটি টেলিভিশন চ্যানেল উদ্বোধন করা হয়েছে। চ্যানেলটি ইরান, আফগানিস্তান, তাজিকিস্তানসহ বিভিন্ন দেশের ফার্সি ভাষাভাষীদের জন্য চালু করা হয়েছে।
রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র প্রধান ড. আলী আসকারি এ নতুন চ্যানেলের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইআরআইবি বিশ্বকার্যক্রমের প্রধান ড. পেয়মান জেবেলি। চ্যানেলটি ২৪ ঘণ্টা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে। ২০১০ সালের ৯ সেপ্টেম্বর ইরানে আইফিল্ম টিভি চ্যানেল চালু হয়। – পার্সটুডে।