ইরানে চালু হলো ৬ ত্রাণবাহী হেলিকপ্টার
পোস্ট হয়েছে: মে ২৮, ২০১৮

ইরানের আলবোরজ প্রদেশে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য চালু হলো ছয়টি ত্রাণবাহী হেলিকপ্টার। আজ শনিবার প্রদেশের পায়াম আন্তর্জাতিক এয়ারপোর্টে হেলিকপ্টারগুলো উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইরানের স্বাস্থ্য ও মেডিকেল শিক্ষা বিষয়ক মন্ত্রী ড. সাইয়েদ হাসান গাজিজাদেহ হাশেমি।
তিনি বলেন, প্রদেশে দুর্ঘটনায় আহত ও অসুস্থ লোকজনকে বহনের জন্য এই ত্রাণবাহী হেলিপ্টারগলো দেশে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে। বিগত দুই বছরে ইউরোপ থেকে সুসজ্জিত এসব হেলিকপ্টার কেনা হয়েছে বলে তিনি জানান।
ড. সাইয়েদ হাসান বলেন, এসব হেলিকপ্টার কেনার উদ্দেশ্য হলো- সড়ক দুর্ঘটনায় আহত লোকজনকে উদ্ধার করা এবং দুর্গ ত এলাকায় মানসম্মত ত্রাণ বিতরণে কাজে লাগানো। এই ছয়টি হেলিকপ্টার অত্যাধুনিক স্ট্রেচার ও বিশেষ ডিভাইস দিয়ে সুসজ্জিত করা হয়েছে বলে জানান ইরানি এই মন্ত্রী। সূত্র: মেহর নিউজ এজন্সি।