সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে চালু হচ্ছে ‘পবিত্র প্রতিরক্ষা’ জাদুঘর

পোস্ট হয়েছে: অক্টোবর ১৯, ২০২১ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানে চালু হচ্ছে তিনটি পবিত্র ‘প্রতিরক্ষা জাদুঘর’। এসব জাদুঘরে ১৯৮০-১৯৮৮ ইরান-ইরাক যুদ্ধ সংশ্লিষ্ট উপাদান ও সম্পত্তি প্রদর্শন করা হবে। চলতি ইরানি বছরের শেষ নাগাদ (২০ মার্চ ২০২২) জাদুঘরগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এই খবর দিয়েছে মেহর নিউজ এজেন্সি।

শুক্রবার উপপর্যটন মন্ত্রী আলী দারাবি বলেন, বর্তমানে পবিত্র প্রতিরক্ষার প্রতি নিবেদিত ২৪টি জাদুঘর দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে। বছর শেষে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৭টিতে।

ইরানের পবিত্র প্রতিরক্ষা জাদুঘরগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত হচ্ছে স্যাকরেড ডিফেন্স মিউজিয়াম, তেহরান পিস মিউজিয়াম ও বেহেশত-ই জাহরা কবরস্থান। বেহেশত-ই জাহরাতে অনেক শহীদের সমাধি রয়েছে। সূত্র: তেহরান টাইমস।