শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে চালু হচ্ছে দেশীয় প্রযুক্তিতে তৈরি সিওয়াটার গ্রিনহাউজ

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৯, ২০২০ 

news-image

চলতি ইরানি বছরের শেষ নাগাদ দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি সমুদ্রের পানির (সিওয়াটার) গ্রিনহাউজ উদ্বোধন করতে যাচ্ছে ইরান। এই পদ্ধতিতে সৌর তাপকে ব্যবহার করে সমুদ্রের নোনা পানিকে মিঠা পানিতে পরিণত করা হয়। ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

মাটি সংরক্ষণ ও জলাবদ্ধতা ব্যবস্থাপনা গবেষণা ইনস্টিটিউটে কর্মরত ইরানি অধ্যাপক জাহাঙ্গির পৌরহেম্মাত ওই দুটি গ্রিনহাউজ চালু করার ঘোষণা দিয়েছেন। বুশেহর প্রদেশ ও সিস্তান-বালুচিস্তান প্রদেশের মাকরান উপকূলে এগুলো উদ্বোধন করা হবে।

ইরানি এই কর্মকর্তা আরও জানান, ওই দুটি সিওয়াটার গ্রিনহাউজ নির্মাণের পাইলট প্রকল্প শুরু হয় গত ইরানি অর্থবছরে। ইরানি বছরের (২০ মার্চ ২০২১) শেষ নাগাদ এগুলো উদ্বোধন করা হবে।

এই পদ্ধতিতে সমুদ্রের পানি ব্যবহার করে আদ্রতা ও ঠাণ্ডা বাতাস তৈরি করা হয়। সেইসাথে সৌর তাপের সাহায্যে বাষ্পীভবন ও সমুদ্রের নোনা পানি থেকে মিঠা পানি উৎপাদন করা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।