বুধবার, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে গ্রীষ্ম উৎসবে দেখানো হবে পল্লি ঐতিহ্য

পোস্ট হয়েছে: জুলাই ১১, ২০১৯ 

news-image

ইরানের গিলান প্রদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সামার ফেস্টিভাল তথা গ্রীষ্ম উৎসব।  এতে উত্তরাঞ্চলীয় প্রদেশটির পল্লি ঐতিহ্য, প্রথা, শিল্প ও স্থাপত্য শৈলীকে তুলে ধরা হবে। ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন সংস্থা সিএইচটিএনের এক প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর ১২ থেকে ২৩ আগস্ট গিলান রুরাল হেরিটেজ মিউজিয়ামে ইভেন্টটি অনুষ্ঠিত হয়।

পূর্বপুরুষদের জীবন যাপনের নিদর্শন হিসেবে জাদুঘরের খোলা জায়গায় রয়েছে কয়েক ডজন গ্রাম্য ঘর, ঐতিহ্যবাহী ক্যাফে ও রেস্তোরাঁসমূহ, একটি বিদ্যালয়, একটি কাঠকয়লা তৈরির চুলা এবং একটি সংস্কারকৃত কামারশালা।

এছাড়াও অন্যান্য দর্শনীয় বিষয়ের মধ্যে রয়েছে বেশ কয়েকটি ভবন, একটি কনফারেন্স হল, হস্তশিল্পের বাজার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের একটি জাদুঘর ইত্যাদি। সূত্র: তেহরান টাইমস।