ইরানে গ্রিনহাউজ প্রকল্প এগিয়ে চলেছে
পোস্ট হয়েছে: আগস্ট ২২, ২০২১

ইরানে গত বছর (মার্চ ২০২০ থেকে মার্চ ২০২১) দেশব্যাপী মোট ৪ হাজার ৩১১ হেক্টর জমির ওপর গ্রিনহাউজ নির্মাণ করা হয়েছে। দেশটির কৃষি মন্ত্রণালয়ের গ্রিনহাউজ সম্প্রসারণ প্রকল্পের পরিচালক দারিউশ সালেমপুর এই তথ্য জানান।
বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, তিনি বলেন, গত বছর আমাদের প্রায় ৪ হাজার ৬শ হেক্টর গ্রিনহাউজ নির্মাণের লক্ষ্যমাত্রা ছিল। সেখান থেকে প্রায় ৯৪ শতাংশ পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে।
তিনি আরও জানান, গত বছর গ্রিনহাউজ নির্মাণের দিক দিয়ে তেহরান প্রদেশ শীর্ষে ছিল, প্রদেশটিতে ৬৬৪ হেক্টর গ্রিনহাউজ নির্মাণ করা হয়। এরপর ইসফাহানে ৬১১ হেক্টর, পূর্ব আজারবাইজানে ৩৪৭ হেক্টর, আরদাবিলে ৩২৯ হেক্টর, হরমোজগানে ৩০৬ হেক্টর ও খোরাসান রাজাভি প্রদেশে ২৮৮ হেক্টর গ্রিনহাউজ নির্মাণ করা হয়। সূত্র: ফিনানসিয়াল ট্রিবিউন।