ইরানে গ্রিনহাউজে বছরে ৫হাজার টন সবজি-ফলমূল উৎপাদনের আশা
পোস্ট হয়েছে: জুন ৪, ২০২০

ইরানে চলতি ফারসি বছরে (২১ মার্চ ২০২০ থেকে ২০ মার্চ ২০২১) গ্রিনহাউজ পদ্ধতিতে ৫ হাজার টন সবজি ও ফলমূল উৎপাদনের আশা করা হচ্ছে। ফেরদৌস পারস এগ্রিকালচারাল অ্যান্ড লাইভস্টক হোল্ডিং এর ব্যবস্থাপনা পরিচালনক আজিম রেজায়ি এই আশার কথা জানিয়েছেন। তিনি আরও জানান, ইরানের গ্রিনহাউজ ফলমূল ও শাকসবজির ৮০ শতাংশই রপ্তানি করা হয়।
ইরানের এগ্রিকালচারাল পার্কস কোম্পানির (এপিসি) ব্যবস্থাপনা পরিচালক আলি আশরাফ মানসুরি ঘোষণা দিয়েছেন, চলতি বছরে তার কোম্পানির দেশের কৃষি পার্কগুলোতে ১ হাজার হেক্টর জমির নতুন গ্রিনহাউজ তৈরির পরিকল্পনা রয়েছে। তিনি জানান, ইরানের কৃষি পার্ক বিকাশের একটি পরিকল্পনা আছে এবং পরিকল্পনা অনুযায়ী এ পর্যন্ত কৃষি পার্ক হিসেবে গড়ে তুলতে ৭ হাজার ২৫০ হেক্টরের অধিক জমি বরাদ্দ দেয়া হয়েছে।
মানসুরি আরও জানান, উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে ৯৫২ মিলিয়ন ডলারের ব্যাংক ঋণ সুবিধার জন্য নিবন্ধন করেছে এপিসি। সূত্র: তেহরান টাইমস।