ইরানে গ্রামীণ জীবনধারার প্রসারে প্রথম ইন্টারনেট টিভি চালু
পোস্ট হয়েছে: অক্টোবর ১১, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/10/3575908.jpg)
ইরানে পল্লির ঐতিহ্য ও জীবনধারা প্রসারের লক্ষ্যে দেশটিতে প্রথম কোনো ইন্টারনেট টেলিভিশন চালু করা হয়েছে। শনিবার গোলেস্তান প্রদেশে চ্যানেলটি উদ্বোধন করা হয়েছে।
চ্যানেলটিতে গ্রামের সৌন্দর্য, পল্লির মানুষদের প্রথা ও জীবনধারার চিত্র তুলে ধরা হবে। নজর দেয়া হবে পল্লির সংস্কৃতি, পর্যটন, সমাজ ও অর্থনীতির ওপর। গ্রামীণ সংস্কৃতি, শিক্ষা, অর্থনীতি ও জীবনধারার ওপর গুরুত্ব দিয়ে আকর্ষণীয় প্রোগ্রাম ও কন্টেন্ট সম্প্রচার করবে টেলিভিশন নেটওয়ার্কটি। সূত্র: তেহরান টাইমস।