ইরানে গ্যাস পরিশোধন চার বছরে ৩৪ ভাগ বৃদ্ধি
পোস্ট হয়েছে: আগস্ট ২৫, ২০১৬

প্রেসিডেন্ট হাসান রুহানির শাসনামলের গত চার বছরে ইরানে গ্যাস পরিশোধন বৃদ্ধি পেয়েছে ৩৪ ভাগ। এর পাশাপাশি সাউথ পারস গ্যাস ফিল্ড উন্নয়ন অন্যতম। চলতি ফারসি অর্থবছরের প্রথম চারমাসে প্রায় ৬২ বিলিয়ন ঘনমিটার গ্যাস পরিশোধন করা হয়েছে। এর আগের বছর একই সময়ে গ্যাস পরিশোধনের পরিমাণ ছিল ৪৬ বিলিয়ন ঘনমিটর।
ইরানে উৎপাদিত গ্যাসের ৫৪ ভাগ ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে। তবে চলতি বছরে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮০ ভাগ। এর আগে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে তেল ব্যবহার হত যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। দেশটির ৭৪টি বিদ্যুৎ কেন্দ্র এখন তেলের বদলে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ব্যবহার করছে। এর ফলে গত দুই বছরে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ব্যবহারে সাশ্রয় হয়েছে ১ দশমিক ৮ বিলিয়ন ডলার। সূত:সিনা অনলাইন, ফার্স নিউজ