শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে গ্যাস উৎপাদন বাড়ছে ১৫ কোটি ঘনমিটার, তেল-বহির্ভূত রপ্তানি আয় বেড়েছে ৩.৫ শতাংশ

পোস্ট হয়েছে: এপ্রিল ২, ২০১৭ 

news-image

ইরানের তেল-মন্ত্রী বিজান জাঙ্গানেহ বলেছেন, দক্ষিণ পার্স জ্বালানী ক্ষেত্রের ছয়টি পর্যায়ের প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে শিগগিরই তার দেশের গ্যাস উৎপাদনের পরিমাণে আরও ১৫ কোটি ঘনমিটার যুক্ত হবে । ইরান ছয় মাস আগেও দৈনিক ৬০ কোটি ঘনমিটার তথা বার্ষিক ২১ হাজার ৬০০ কোটি ঘনমিটার গ্যাস উৎপাদন করত।

এই একই জ্বালানী ক্ষেত্র থেকে ইরানের জ্বালানী তেলের উৎপাদনও দৈনিক ১৫ হাজার ব্যারেল বেড়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

এদিকে ইরানের খনিজ ও শিল্প বিষয়ক উপমন্ত্রী মুজতাবা খসরু তাজ বলেছেন, গত ফার্সি বছরে তথা ১৩৯৫ সালে (যা শেষ হয়েছে গত ২১ মার্চ,২০১৭) ইরানের তেল-বহির্ভূত রপ্তানি-আয় চার হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে এবং এক্ষেত্রে অর্জিত হয়েছে সাড়ে তিন শতাংশ প্রবৃদ্ধি।

তেল-বহির্ভূত পণ্য রপ্তানি বাড়ানোর জন্য ইরান নতুন নতুন বাজার সৃষ্টি, পুরনো বাজারগুলোর সম্প্রসারণ ও পণ্যের মান বাড়ানোর পদক্ষেপ নেবে বলে তিনি জানান।   সূত্র: পার্সটুডে।