সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে গাড়ি উৎপাদন ৪ শতাংশ বৃদ্ধি

পোস্ট হয়েছে: এপ্রিল ৭, ২০২১ 

news-image
ইরানের তিনটি গাড়ি তৈরি কোম্পানি যথাক্রমে ইরান খোদরো, সাইপা গ্রুপ ও পারস খোদরো গত ফারসি বছরে ৯ লাখ ৭১৪টি গাড়ি উৎপাদন করেছে। যা তার আগের বছরের চেয়ে ৪.৩ শতাংশ বেশি। কোডাল ওয়েবসাইট এ তথ্য জানিয়েছে। গত বছর ইরান খোদরো ৪ লাখ ৮০ হাজার ৩৩৮টি গাড়ি উৎপাদন করে। যা কোম্পানিটির এর আগের বছরের চাইতে ২১.৯ শতাংশ বেশি। ওই বছর ইরান খোদরো ৩ লাখ ৯৩ হাজার ৮১২ গাড়ি তৈরি করে। সাইপা গত বছর ৩ লাখ ১৭ হাজার ৩২১টি গাড়ি তৈরি করে। অবশ্য কোম্পানিটি এর আগের বছর ৩ লাখ ৬৩ হাজার ৩৭৯টি গাড়ি তৈরি করেছিল। এ হিসেবে কোম্পানিটির গাড়ি উৎপাদন কমেছে ১২.৬ শতাংশ। পারস খোদরো গত বছর ১ লাখ ৩ হাজার ৫৫টি গাড়ি তৈরি করেছে। এ কোম্পানিটিরও গাড়ি উৎপাদন কমেছে ২.৮ শতাংশ। ওই বছর কোম্পানিটি ১ লাখ ৬ হাজার ৭২টি গাড়ি তৈরি করেছিল। ধারণা করা হচ্ছে কোভিড মহামারির কারণে গাড়ি উৎপাদন কিছুটা কমলেও সার্বিকভাবে এবছর গত বছরের তুলনায় গাড়ি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তেহরান টাইমস