বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে গাড়ি উৎপাদন বেড়েছে ৩১ শতাংশ

পোস্ট হয়েছে: জুলাই ১২, ২০২০ 

news-image

চলতি ফারসি বছরের তৃতীয় মাসে (২১ মে থেকে ২০ জুন) ইরানে গাড়ি উৎপাদন বেড়েছে ৩১ শতাংশ। এই উৎপাদন বেড়েছে আগের বছরের একই মাসের তুলনায়। ইরানি গাড়ি নির্মাতারা বছরের তৃতীয়তম মাসে মোট ৯০ হাজার ৩০৬টি গাড়ি উৎপাদন করেছে। খবর আইআরএনএ এর।

এরাআগে এক প্রতিবেদনে বলা হয়, দেশটির গাড়ি নির্মাতারা চলতি ফারসি বছরের প্রথম কোয়ার্টারে (২০ মার্চ থেকে ২০ জুন) ২ লাখ ৩ হাজার ১৪৬টি গাড়ি উৎপাদন করেছে। উৎপাদিত এসব গাড়ির মধ্যে ইরানের বৃহত্তম তিন গাড়ি উৎপাদক প্রতিষ্ঠান ইরান খোদরো কোম্পানি (আইকেসিও) তৈরি করেছে ৯৬ হাজার ৪৯০টি গাড়ি, সাইপা গ্রুপ ৭৯ হাজার ৫২০টি ও পারস খোদরো তৈরি করেছে ২৭ হাজার ১৩৬টি। সূত্র: তেহরান টাইমস।