রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে গাড়ি উৎপাদন বেড়েছে ১৪ শতাংশ

পোস্ট হয়েছে: এপ্রিল ২৪, ২০১৮ 

news-image

গত ইরানি বছর ১৩৯৬ সনে ১৫ লাখ ৩৫ হাজার যান্ত্রিক গাড়ি উৎপাদন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কার নির্মাতা কোম্পানিগুলো। যা আগের বছরের (১৩৯৫) চেয়ে ১৩ দশশিক ৭ শতাংশ বেশি। দেশটির শিল্প মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য মতে, ১৩৯৫ ফারসি বছরে ইরানের কার নির্মাতারা সাড়ে ১৩ লাখ কার তৈরি করতে সক্ষম হয়েছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির প্রতিবেদনে এই চিত্র তুলে ধরা হয়।

প্রতিবেদন মতে, গত বছর দেশটিতে ১৪ লাখ ৪২ হাজার যাত্রীবাহী কার তৈরি হয়েছে। যেখানে আগের বছর যাত্রীবাহী কার উৎপাদন হয়েছিল ১২ লাখ ৫৫ হাজার। অর্থাৎ আগের বছরের তুলনায় গত বছর ইরানের যাত্রীবাহী কার উৎপাদন বেড়েছে ১৪ দশমিক ৯ শতাংশ।

১৩৯৬ ফারসি সালে ১৩শ ৮১টি মিনিবাস ও মিডলবাস উৎপাদিত হয়েছে, যেখানে আগের বছর ১৩৯৫ সালে উৎপাদন হয়েছিল ৯০৫টি মিনিবাস ও মিডলবাস। আগের বছরের তুলনায় এই ধরনের যানবাহন উৎপাদন বেড়েছে ৫২ দশমিক ৬ শতাংশ। এছাড়া গত বছর ১ হাজার ৭৮২টি বাস উৎপাদিত হয়েছে ইরানে, যেখানে আগের বছর উৎপাদন হয়েছিল ১ হাজার ১৫৮টি। অথাৎ বাস উৎপাদন বেড়েছে ৫৩ দশমিক ৯ শতাংশ। সূত্র: তেহরান টাইমস।