শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে গত ৯ মাসে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ

পোস্ট হয়েছে: মার্চ ৮, ২০১৬ 

news-image

ইরানে গত ৯ মাসে (ফার্সি মাস) অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭ শতাংশ। দেশটির ব্যবস্থাপনা ও পরিকল্পনা সংস্থার পরিচালক মোহাম্মদ বাকের নোবাখত এ তথ্য জানিয়ে বলেছেন, বিনিয়োগে সফল হওয়ায় এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। এ প্রবৃদ্ধির হারকে ধীর হিসেবে ধরেও তিনি বলেন, আগের বছরের তুলনায় এ প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্য। এছাড়া অর্থনৈতিক বিশ্লেষনকারী আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান বলছে, ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহারের পর দেশটির অর্থনীতিতে যে গতিশীলতা এসেছে তারফলে ইরান অচিরেই অর্থনৈতিক পরাশক্তি হিসেবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে আত্মপ্রকাশ করবে।

বিশ্বব্যাংক বলছে, অবরোধ উঠে যাওয়ার পর ইরান বিশ্বঅর্থনীতিতে একটি শক্তিশালী দেশ হিসেবেই আত্মপ্রকাশ করবে এবং জালানি খাত, অটোমোবাইল ও গ্যাস সম্পদ এক্ষেত্রে মুখ্য ভূমিকা নেবে। এ কারণে বিভিন্ন দেশের বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান ইরানে বিনিয়োগ করতে চাচ্ছে। সূত্র: তেহরান টাইমস।