ইরানে গত সাত বছরে কৃষি উৎপাদন বেড়ে ১৩০ মিলিয়ন টন
পোস্ট হয়েছে: আগস্ট ২৬, ২০২০

বিশ্বে কৃষিতে ইরানের ভালো অবস্থানের প্রশংসা করে দেশটির কৃষিমন্ত্রী কাজেম খাভাজি বলেছেন, বিগত সাত বছরে ৯৭ মিলিয়ন টন থেকে তার দেশের কৃষি খাতের মোট উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ১৩০ মিলিয়ন টন।
মঙ্গলবার ইরানের গোলেস্তান প্রদেশে অর্থনৈতিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই তথ্য জানান। বলেন, ‘‘গত সাত বছরে দেশের কৃষি খাতের মোট উৎপাদন ৯৭ মিলিয়ন টন থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৩০ মিলিয়ন টন।’’
কৃষি ক্ষেত্রে অন্যতম শক্তিশালী দেশ হিসেবে ইরানের প্রশংসা করে খাভাজি বলেন, এই খাতের কারণে সবসময় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হয়েছে। তিনি বলেন, কৃষি খাত একমাত্র খাত যেটি তেল খাতের ওপর নির্ভর করা ছাড়া দেশের আর্থিক প্রবৃদ্ধি টেকসই ভাবে বাড়াতে পারে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।