শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে খেজুর উৎপাদন বেড়েছে ২০ শতাংশ

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩১, ২০১৯ 

news-image
ইরানে এক বছরের ব্যবধানে খেজুর উৎপাদন বেড়েছে ২০ শতাংশ। চলতি ইরানি বছরের (যা ২১ মার্চ শুরু হয়) শুরু থেকে এ পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় এই উৎপাদন বেড়েছে। ইরানের জাতীয় খেজুর সমিতির (এনএআইডি) প্রধান মোহসেন রশিদ ফাররোখি এই তথ্য জানিয়েছেন।
 
তিনি জানান, দেশের খেজুর উৎপাদন বৃদ্ধির পেছনে মূল কারণ ছিল বৃষ্টিপাত বাড়া এবং আবহাওয়া অনুকূলে থাকা। তিনি আরও জানান, গত বছর (যা ২০ মার্চ ২০১৯ শেষ হয়) খরার কারণে উৎপাদন কমে গিয়েছিল। পাশাপাশি হঠাৎ বিনিময় হারে পরিবর্তনের কারণে মূলত উল্লেখযোগ্য হারে পণ্যটির দাম বেড়ে যায়।
 
ফাররোখি জানান, খেজুর রপ্তানিতে নিষেধাজ্ঞা ও খেজুরের মূল্য নির্ধারণে সরকারের হস্তক্ষেপের ফলে গত বছর পণ্যটির রপ্তানি ব্যাহত হয়। বর্তমানে ভারত, দক্ষিণ-পূর্ব এশীয় দেশ, কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস তথা সিআইএসভুক্ত সদস্য দেশ, ইউরেশিয়ান দেশ, রাশিয়া এবং ইউরোপে ইরানি খেজুর রপ্তানি হয় বলে জানান তিনি।
 
ইরানের ছয়টি প্রদেশে মূলত খেজুর উৎপাদন হয়। এগুলো হলো কেরমান, সিস্তান এবং বালুচেস্তান, খুজেস্তান, হোরমজগান, বুশেহর এবং ফারস প্রদেশ । সূত্র: মেহের নিউজ এজেন্সি।