ইরানে খুলে দেয়া হলো আলি সাদর গুহা
পোস্ট হয়েছে: জুন ২৪, ২০২১
করোনাভাইরাস বৈশ্বিক মহামারির কারণে সাত মাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হলো অলি সাদর পানির গুহা। দেশটিতে করোনার সংক্রমণ কমে আসায় স্বাস্থ্যবিধি মেনে এখন থেকে পর্যটকরা গুহাটি ভ্রমণ করতে পারবেন।
আলি সাদর গুহার ব্যবস্থাপক মেহদি মাজিদি বলেছেন, ভাইরাস থেকে নিরাপদ থাকতে দর্শনার্থীদের কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে।
প্রতিবছর গড়ে ৬ লাখ মানুষ প্রাচীন এই গুহাটি ভ্রমণ করেন। যদিও করোনা সংক্রমণের কারণে আগের বছর ১৩৯৯ ফারসি সালে পর্যটক সংখ্যা কমে ৮০ হাজারে নেমে আসে। দর্শনীয় স্থানটি খুলে দেয়ায় প্রদেশের পর্যটন জোরদার হবে বলে আশা ব্যক্ত করেন মাজিদি। সূত্র: তেহরান টাইমস।