মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে ক্ষুদ্রতম মাংসাশী প্রাণীর সন্ধান

পোস্ট হয়েছে: জুলাই ৯, ২০২০ 

news-image

ইরানে বিশ্বের অন্যতম ক্ষুদ্রতম স্থন্যপায়ী প্রাণী বেজির দেখা মিলেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের একটি পর্বতে প্রথমবারের মতো ছোট আকৃতির মাংসাশী প্রাণীটি দেখতে পাওয়া গেছে। সোমবার প্রাদেশিক পরিবেশ অধিদপ্তরের প্রধান মোস্তাফা ইউসেফি এই তথ্য জানিয়েছেন। এই খবর দিয়েছে আইআরএনএ।

ছোট আকৃতির বেজিটি (মুস্তেলা নিভালিস) ছোট বেজি, সাধারণ বেজি কিংবা সাদামাটা বেজি হিসেবেও পরিচিত। এটি মুস্তেলা মহাজাতির একটি ক্ষুদ্রতম সদস্য। এদের দেহ সরু এবং প্রসারিত। পা ও লেজ অপেক্ষাকৃত ছোট। প্রাণীটির রং ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করে।

বেজিগুলোর ওজন মাত্র ২৫ গ্রাম এবং এরা ১১ থেকে ২৬ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়।

ক্ষুদ্র মাংসাশী প্রাণীটির মূল খাবার হচ্ছে ছোট তীক্ষ্ণদন্ত শ্রেণির প্রাণী। তবে এরা খরগোস ও অন্যান্য স্থন্যপায়ী প্রাণী শিকার করতে পারে এবং সময়ে সময়ে পাখি, পাখির ডিম, মাছ ও ব্যাঙ খেয়ে থাকে।

বেজিটি মূলত ইউরেশিয়া, উত্তর আমেরিকা ও উত্তর আফ্রিকায় বসবাস করে। এছাড়া নিউজিল্যান্ড, মাল্টা, বারমুদা, মাদেরিয়া দ্বীপ, আজোরেস, কানারি দ্বীপ, ফকল্যান্ড দ্বীপ, আর্জেন্টিনা ও চিলিতে এদের দেখা পাওয়া যায়।

এই প্রজাতির প্রাণীটি ইরানের নর্থ খোরাসান প্রদেশ থেকে শুরু করে আজারবাইজান, কোরদেস্তান, কেরমানশাহ ও লোরেস্তানে বসবাস করে। সূত্র: তেহরান টাইমস।