বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে ক্যান্সারের ওষুধের কাঁচামাল উৎপাদন

পোস্ট হয়েছে: নভেম্বর ২০, ২০১৯ 

ইরানে প্রথমবারের মতো ক্যান্সার প্রতিরোধের ওষুধের কাঁচামাল ‘ন্যানো ক্যালসিয়াম কার্বনেট’ উৎপাদন শুরু হয়েছে। দেশটির একটি জ্ঞানভিত্তিক কোম্পানি এই কাঁচামাল উৎপাদনে সক্ষম হয়েছে। বর্তমানে বাণিজ্যিকভাবে এটির উৎপাদন শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটিতে। উপাদানটি ক্যান্সারসহ অনেক ধরনের ওষুধ উৎপাদনে ব্যবহার করা হয়।

জ্ঞানভিত্তিক কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেকি খোসরাভিয়েহ সোমবার বলেন, বিশ্বে সর্বোচ্চ ব্যবহৃত ন্যানো কণিকা হচ্ছে ন্যানো ক্যালসিয়াম কার্বনেট। বিভিন্ন ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। পাশাপাশি এটি বিভিন্ন ধরনের টায়ার ও প্লাস্টিকের দৈহিক ও যান্ত্রিক সক্ষমতা জোরদারে ব্যবহার করা হয়।

তিনি বলেন, ইরানে প্রথম বারের মতো উপাদানটি বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়েছে। জ্ঞানভিত্তিক কোম্পানিটির দেশীয় বিশেষজ্ঞরা কাঁচামালটি তৈরি করতে সক্ষম হয়েছেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।