ইরানে কুড়ি লাখ ডলারের বল আমদানি
পোস্ট হয়েছে: মার্চ ৪, ২০১৮

বিভিন্ন ধরনের খেলায় ব্যবহারের জন্যে ইরানে গত ৯ মাসে বল আমদানি হয়েছে কুড়ি লাখ মার্কিন ডলারের। ফুটবল থেকে শুরু করে টেনিস বল সহ বিভিন্ন ধরনের এসব বল আমদানি করা হয়েছে চীন, ইতালি, তাইওয়ান, তুরস্ক, জাপান, ফ্রান্স, জার্মানি ও দক্ষিণ কোরিয়া থেকে।
এর পাশাপাশি ইরান বল রফতানি করছে ২ লাখ ৩ হাজার ডলারের। আজারবাইজান, ইরাক, আফগানিস্তান, আমিরাত ও তুরস্কে বল রফতানি করেছে দেশটি। -ফিনান্সিয়াল ট্রিবিউন