বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে করোনা মোকাবেলায় ভেষজ ওষুধের ৩০ প্রকল্প

পোস্ট হয়েছে: আগস্ট ২৩, ২০২০ 

news-image

ইরানের করোনা ভাইরাস মহামরি মোকাবেলায় প্রাচীন ওষুধ, ভেষজ ওষুধ ও খাদ্য পরিপূরক পণ্য খাতে বর্তমানে দেশব্যাপী ৩০টি প্রকল্প চলমান রয়েছে। দেশটির করোনা ভাইরাস নিয়ন্ত্রণ বিষয়ক জাতীয় সদরদপ্তরের বৈজ্ঞানিক কমিটির প্রধান মোস্তাফা ঘানেই এই তথ্য জানান।

তিনি বলেন, কাশির চিকিৎসায় অনেক ভেষজ প্রতিষেধকের লাইসেন্স রয়েছে। তবে সংক্রমণ বিস্তারের সাথে সাথে এসব ভেষজ ওষুধ কোভিড-১৯ রোগীদের কাশির চিকিৎসায় বাসায় ব্যবহার করার পরামর্শ দেয়া হয়।

ঘানেই আরও জানান, কোভিড-১৯ চিকিৎসায় দেশে বহু হারবাল ওষুধ ব্যবহার করা হয়। এপর্যন্ত এক শয়ের কম মানুষ এই ওষুধ ব্যবহার করেছে। ওষুধটির কার্যকারিতার জন্য এখনও সময় প্রয়োজন। সূত্র: তেহারন টাইমস।