শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে করোনা চিকিৎসায় ৬ ফিল্ড হাসপাতাল তৈরি করল আইআরজিসি

পোস্ট হয়েছে: এপ্রিল ৭, ২০২০ 

news-image

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার লক্ষ্যে ছয়টি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। আইআরজিসি’র ‘নাজাফ আশরাফ’ ঘাঁটির কমান্ডার মোহাম্মাদ নাজার আজিমি রোববার তেহরানে এক সামরিক অনুষ্ঠানের অবকাশে এ তথ্য জানান।

তিনি বলেন, ইরানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখার পর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে আইআরজিসি। দেশের ছয়টি আলাদা স্থানে প্রাণঘাতী এ রোগের চিকিৎসায় আইআরজিসি ওই ছয়টি হাসপাতাল স্থাপন করেছে বলে জানান কমান্ডার আজিমি।

আইআরজিসি’র ‘নাজাফ আশরাফ’ ঘাঁটির কমান্ডার মোহাম্মাদ নাজার আজিমি
নাজাফ আশরাফ ঘাঁটির কমান্ডার আরো বলেন, তার বাহিনীতে কর্মরত চিকিৎসকদের পাশাপাশি অবসরে যাওয়া আইআরজিসি’র বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজে নিয়োগ করা হয়েছে।

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ইরানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পরপরই এই রোগ মোকাবিলার কাজে আইআরজিসি’সহ সবগুলো সশস্ত্র বাহিনীকে মাঠে নামানো হয়।সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারকে সহযোগিতা করাসহ এসব বাহিনীর হাসপাতাল ও চিকিৎসকদেরকে করোনায় আক্রান্তদের চিকিৎসায় নিয়োগ দেয়া হয়েছে।

চীনের উহান শহর থেকে উৎপন্ন করোনাভাইরাস বর্তমানে বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়েছে। এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বর্তমানে প্রায় ১৩ লাখ এবং এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। ইরানে ৫৮ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে প্রায় ২০ হাজার ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। পার্সটুডে।